শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিল্পীদের পাশে দাঁড়ালো শিল্পীরাই

শিল্পীদের পাশে দাঁড়ালো শিল্পীরাই

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে এখন সারা বিশ্ব। এই মহামারির কারণে মানুষ এখন ঘরবন্দী। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। সব অঙ্গনেই পড়েছে এর প্রভাব। করোনার কারণে সংগীতের সঙ্গে যুক্ত থাকা অনেক শিল্পীই হয়ে পড়েছেন কাজ শূন্য। সেসব শিল্পীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সংগীত শিল্পীরাই। গঠন করলেন ‘পাশে আছি’ নামে একটি তহবিল।

এ প্রসঙ্গে সংগীত শিল্পী জে কে মজলিশ বলেন, ‘লকডাউনের কারণে শুধু যে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন, তা কিন্তু নয়। নিম্ন আয় বা মধ্যবিত্ত পরিবারেও নেমে এসেছে চিন্তার ছায়া। আত্মসম্মানের কারণে তারা কারও কাছে সাহায্যের হাত বাড়াতে পারছেন না। আমাদের সংগীত পরিবারে এমন অনেকে আছেন, যাদের ঘরে খাবার নেই। আমরা তাদের পাশে আছি। আমরা এক পরিবার।’

তিনি আরও বলেন, ‘দেশের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে কয়েকজন মিলে তহবিলটি গঠন করেছিলাম। ইতিমধ্যেই আমরা ১৬৫টি পরিবার ও একটি এতিমখানায় উপহার পাঠিয়েছি। কিন্তু পরে হিসাব কষে দেখলাম, আমাদের সংগীত পরিবারের পাশেও আমাদের দাঁড়াতে হবে। বিষয়টি নিয়ে বেশ ক’জন শিল্পীর সঙ্গে কথা বলি। সবাই একে সাধুবাদ জানিয়ে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এখন বলা যায়, দেশের অনেক শিল্পী এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন।’

এদিকে, ‘পাশে আছি’ প্রসঙ্গে সংগীতশিল্পী তপু জানান, ‘পাশে আছি’ গোপনে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেশির ভাগ শিল্পীদের ফেসবুকে এখন ‘পাশে আছি’র একটা ফর্ম ঘুরে বেড়াচ্ছে। যার উপহার প্রয়োজন সে ওই ফর্মটি পূরণ করবে। নাম, ঠিকানা সব কিছুই গোপন থাকবে। ‘পাশে আছি’র পক্ষ থেকে তাদের বাসায় দ্রুত উপহার পৌছে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877