রবিবার, ০৫ মে ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

‘সরকারি হিসেবের বাইরেও বৃটেনে প্রাণ হারিয়েছেন ৭৫০০ জন’

‘সরকারি হিসেবের বাইরেও বৃটেনে প্রাণ হারিয়েছেন ৭৫০০ জন’

বৃটেনে সরকারি হিসেবের বাইরেও কোভিড-১৯ মহামারিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫০০ মানুষ। এ তথ্য প্রকাশ করেছে দেশটির একটি চ্যারিটি। শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন নতুন করে ৮৮৮ জন। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৪৬৪ জনে। কিন্তু কেয়ার ইংল্যান্ড নামের ওই সংস্থাটি জানিয়েছে, গত ১লা এপ্রিল থেকে তাদের করা হিসেব অনুযায়ী বৃটেনে বাড়িতে বসে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫০০ জন। দেশটির গণমাধ্যম ডেলি টেলিগ্রাফকে কেয়ার ইংল্যান্ডের প্রধান নির্বাহী মার্টিন গ্রিন বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া একদম সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন। তারপরেও আমরা ১লা এপ্রিল থেকে এদেশের মৃত্যু হার দেখেছি। এর সঙ্গে পূর্ববর্তী বছরগুলোর পার্থক্য বের করেছি।

এতে দেখা গেছে, কোভিড নাইন্টিনে প্রাণ হারিয়েছেন সরকারি হিসেবের বাইরেও প্রায় ৭৫০০ মানুষ।
এদিকে এ সপ্তাহে বৃটিশ সরকারের এক হিসেবে জানানো হয় যে, ১৪০০ এর মত বৃটিশ হয়ত কোভিড নাইন্টিনে হাসপাতালের বাইরে প্রাণ হারিয়েছেন। কেয়ার ইংল্যান্ডের হিসেবে পাওয়া মৃতের সংখ্যা এর ৫ গুন প্রায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877