সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণের ঝূঁকিপুর্ণ এলাকা ঘোষণা

সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণের ঝূঁকিপুর্ণ এলাকা ঘোষণা

করোনা বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোগের সংক্রমণ ঘটিয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর সমগ্র বাংলাদেশকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ ধারার ক্ষমতা বলে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে। এ আইনের বলে স্বাস্থ্য অধিদফতর জনসাধারণের প্রতি তিনটি নির্দেশনাবলী জারি করেছে।

এ নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আইনটি আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

নির্দেশনাবলীর প্রথমটি হলো- করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরী প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বের হওয়া যাবে না। দ্বিতীয় নির্দেশ হিসেবে বলা হয়েছে- এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তৃতীয় নির্দেশটি হলো- সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

এ আদেশ আমান্যকারীর বিরুদ্ধে উপরে বর্ণিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877