শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

নিউইয়কে মুক্তিযাদ্ধা এএসএম ফেরদেীসের সহধরমিনী সাংকৃতিক সংগঠক রওশন আরা ফেরদৌসের করোনায় মৃতু্ বরন

নিউইয়কে মুক্তিযাদ্ধা এএসএম ফেরদেীসের সহধরমিনী সাংকৃতিক সংগঠক রওশন আরা ফেরদৌসের করোনায় মৃতু্ বরন

হাকিকুল ইসলাম খোকন : গত ১১ এপ্রিল শনিবার ভোর ৪:১৯ মিনিট নিউইয়কের বাংগালী অধ্যাষিত জ্যাকসন হাইটস সংলগ্ন উজসাইডে বসবাসরত কিশোরগঞ্জ জেলার ১৯৭১-এর বীর মুক্তিযাদ্ধা এএসএম ফেরদৌসের সহধমিনি    সাংকৃতিক সংগঠক কিশোরগঞ্জ জেলা সদরের রওশন আরা ফেরদেীস (৬১)নিউইয়কের মাউন্টসিনাই হাসপাতালে করোনাবাইরাসে মৃত্যবরন করেন।মৃতু্কালে তিনি স্বামী ,দুই পুএ,এক মেয়ে,ছয় নাতি-নাতনীসহ বহু গুনগ্যাহী রেখে গেছেন।খবর বাপসনিউজ।মরহুম রওশন আরা ফেরদৌসের মৃতুতে গভীর শোক ও সমবেদনা জানান সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং ময়মনসিংহ বিভাগীয় তারুন্য ইউএসএ সহ অন্যান্য সামাজিক,সাংকৃতিক এবং রাজনীতিক সংগঠন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877