মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে। এতে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৪৭ জনের। সম্প্রতি এই ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠলেও ফের চীনে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে ইতালি ও নিউইয়র্কে মৃত্যুহার কমেছে বলে জানা গেছে।
সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস সম্পর্কে মানুষ প্রথম জানতে পারে গত ডিসেম্বরে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস মোকাবিলায় বেশ নাস্তানাবুদ হয়ে পড়েছে চীন সরকার। সম্প্রতি ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠে লকডাউনসহ বিভিন্ন সরকারি নির্দেশনা শিথিল করার সঙ্গে সঙ্গে চীনে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।
গতকাল রোববার দেশটিতে নতুন করে ১০৮ জন আক্রান্ত হয়েছে, যা গত ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এই আক্রান্তকে ‘দ্বিতীয় ধাক্কা’ বলে অবিহিত করে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, বিগত দিনগুলোর তুলনায় মৃত্যুহার কমেছে ইতালি ও নিউইয়র্কে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রো কোমো নিয়মিত করোনা ব্রিফিংয়ে জানান, রাজ্যটিতে রোববার মোট মৃত্যু হয়েছে ৭৫৮ জনের, যা আগের দিন ছিল ৭৮৩ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ হাজার, আর মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৩৮৫।
ইতালিতেও আগের তুলনায় মৃত্যুহার কমেছে। রোববার দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ৪৩১ জন, যা গত ১৯ মার্চের পর প্রথম এত কম সংখ্যক মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন, আর মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৯৯ জনের।