নাটোরের গুরুদাসপুর মহাসড়কে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল পিকআপ ভ্যানের তিন যাত্রীর। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলাধীন কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা কলা ও রসুন বহনকারী পিকআপ ভ্যান (সিরাজগঞ্জ-ন ১১-০১২৪) বড়াইগ্রামের মৌখাড়া হাটে যাওয়ার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশের যাত্রী ওঠানামার সময় পেছন থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৬৯৫) পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদরের মিরপুর এলাকার রাকিবুল হাসান (২৪), তাড়াশের কালুপাড়া গ্রামের আবু তাহের (৬০) ও মাটিয়ামালিপাড়া গ্রামের রুহুল আমিন (৪২)। আহতরা গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় দেড়ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পরিত্যক্ত ট্রাক ও পিকআপ ভ্যানটি সকাল ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় যানচলাচল স্বাভাবিক হয়।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহগুলো বনপাড়া হাইওয়ে থানা পুলিশের মর্গে রাখা আছে।