অনেকটা রবীন্দ্রনাথের ওই কথার মতো ‘যাবই আমি যাব…’। রাহুল গান্ধী কিছুতেই কংগ্রেসের সভাপ্রধান থাকবেন না-বারবার তিনি তা বলছেন। এবং এবার তিনি এও বললেন, নতুন সভাপ্রধান নির্বাচনের প্রক্রিয়ায়ও তিনি সংশ্লিষ্ট থাকতে চান না। এর কারণ হিসেবে তরুণ এ নেতা বলেন, ‘এতে করে বিশ্বাসযোগ্যতা থাকবে না।’ এনডিটিভি।
এবারও লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের সবচেয়ে পুরনো দল কংগ্রেসের। আগেরবার পেয়েছিল ৪৪ আসনে জয়, এবার বেড়ে দাঁড়িয়েছে ৫২। এর পরই রাহুল দলপ্রধানের দায়িত্ব থেকে অব্যহতির কথা জানান। পরিবারের সদস্যরা-মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা গান্ধী এবং দলের শীর্ষ নেতারা তাকে বারবার বোঝালেও রাহুল বলেছেন, তিনি পদ ছেড়ে যাবেনই।
সর্বশেষ রাহুল বললেন, ‘এই প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতার প্রয়োজন সবচেয়ে বেশি। সেটাই বাঞ্ছনীয়। আমি সভাপ্রধান নির্বাচনে জড়াতে চাই না। তাতে বিষয়টি জটিল হয়ে যাবে। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার, তা দলই নেবে। তা কারও ব্যক্তিগত বিষয় হতে পারে না।’ রাহুল এও চান-গান্ধী কিংবা নেহরু পরিবারের বাইরে কেউ হাল ধরুক কংগ্রেসের প্রধান হিসেবে। সেটি সম্ভব হয় কিনা, সেটিও দেখার বিষ