স্বদেশ ডেস্ক ॥ রোহিঙ্গা সমস্যার জন্য জাতিসংঘও দায়ী মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যার জন্য অন্যান্যদের সঙ্গে জাতিসংঘও দায়ী। তারা অনেক কিছু গোপন রেখেছে এবং নিশ্চয়ই তারা এর জন্য দায়ী।
বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে জেনেভা কনভেনশনের ৭০ বছরপূর্তি উপলক্ষে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস এবং ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।