সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

প্রথম বাংলাদেশী হিসেবে সাকিবের ৪০০ রান

প্রথম বাংলাদেশী হিসেবে সাকিবের ৪০০ রান

স্বদেশ ডেস্ক ‍॥ প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপের এক আসরে ৪শ’ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২০জুন) নটিংহামের ট্রেন্টব্রিজে দ্বাদশ বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি চারে ৪১ বলে ৪১ রান করেন সাকিব।
চলমান আসরে নিজেদের রান সংখ্যা ৪২৫-এ নিয়ে যান তিনি। যার মাধ্যমে বিশ্বকাপের এক আসরে প্রথম বাংলাদেশী হিসেবে চার শতাধিক রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
বাংলাদেশের হয়ে এর আগে বিশ্বকাপের এক আসরে ৬ ম্যাচে ৩৬৫ রান করেছিলেন মাহমুদুল্লাহ।
গত বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন তিনি।
গেল ১৭ জুন টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রান করে মাহমুদুল্লাহকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে এক আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছিলেন সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877