মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

যারা মারা গেছেন, তারা শেষ মুহূর্তে যোগাযোগ করেছেন : ফ্লোরা

যারা মারা গেছেন, তারা শেষ মুহূর্তে যোগাযোগ করেছেন : ফ্লোরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা শেষ মুহূর্তে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলা ও সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে আইইডিসিআর পরিচালক এ কথা বলেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যারা মারা গেছেন, তারা শেষ সময়ে যোগোযোগ করেছেন। করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তিরা এমন সময়ে আমাদের কাছে এসেছিলেন, তখন আর কিছুই করার ছিল না।’

আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৫ জন বিদেশ থেকে এসেছিলেন বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি বলেন, ‘যাদেরই উপসর্গ আছে, তাদেরকেই পরীক্ষা করা হচ্ছে।’

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে নিজ নিজ বাসা-বাড়িতে ফিরে গেছেন তাদের বিষয়ে সেব্রিনা ফ্রোরা বলেন, ‘তাদেরকে যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা না হয়। তারা যাতে সামাজিকভাবে গ্রহণযোগ্য হন।’

এ সময় সাবান-পানি দিয়ে বারবার হাত ধুলে করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে সবচেয়ে বেশি সুরক্ষা পাওয়া যায় বলেও মন্তব্য করেন প্রতিষ্ঠানটির পরিচালক।

উলে­খ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877