স্বদেশ ডেস্ক: ৬ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন পাঁচে। বাকি থাকা তিন ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১১। অন্য ম্যাচগুলোতে বাংলাদেশের ফলাফলের ওপর নির্ভর করবে হিসাব-নিকাষ। বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচে এশিয়ান প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত এবং পাকিস্তান। শেষ চারে যেতে হলে শক্তিশালী ভারতসহ তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। অন্যদলগুলোর খেলায় কী ফল হচ্ছে, তার ওপরও নজর রাখতে হবে। বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অসিদের বিপক্ষে ৩৮২ রান তাড়া করে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ৩৩৩ রান। লড়াই করে পাওয়া হারটা মাত্র ৪৮ রানের!