বাংলাদেশী প্রবাসী সিনিয়র দিদি আর আপাদের কর কমলে নিবেদিত।
বুড়া মরলে বুড়ি কেন ভাই কাঁদে
কারনটা হলো, এতদিন যারে ফেলেছিলাম ফাঁদে
সে তো ভাই চলে গেল না ফেরার ঐ দেশে
অতি সাধু ভদ্র লোকের বেশে।
এখন থেকে সকাল বিকাল সাঝের বেলায় আহারে
অকারনে মুখ ঝামটা দিব ভাই কাহারে।
পান থেকে ভাই চূন খসিলে দিতাম তারে গালি
এখন থেকে কার সাথে ভাই করব ফালা ফালি।
বুড়ি মরলে বুড়া কেন ভাই কাঁদে না-
খৃষ্টান কিম্বা মুসলিম হলে কবরেতে সদাই যায়,
হাত পাখাতে কবরেতে বাতাস দেয় সাঁজ বেলায়।
হিন্দু হলে খুশি মনে শ্মশানেতে ঢোল বাজায়
কারনটা ভাই সত্যিকারেই জানতে চাও
তা হলে ভাই ঘটক বাড়ীর আঙ্গিনাতে খোঁজ লাগাও।
রচনায়- কাজী কাসেম
রচনা কাল-২৬ আগষ্ট/২০১২