সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল

আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে বিশ্বব্যাপী ২৫ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বাধিক আট হাজারেরও বেশি মানুষ মারা গেছেন ইউরোপের দেশ ইতালিতে।

মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৫ লাখ ৫৯ হাজার ২৩৫ জন আক্রান্ত হয়েছেন। একই সাথে সুস্থ হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৮১ জন।

কোভিড-১৯ রোগ থেকে বাদ যাচ্ছেন না বিশ্বের শীর্ষ রাজনীতিবিদরাও। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ তালিকায় যোগ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থমন্ত্রী ম্যাট হ্যানককের নাম।

এদিকে এদিন দক্ষিণ আফ্রিকাসহ আরো কয়েকটি দেশ করোনাভাইরাসে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। যাতে বোঝা যাচ্ছে ভাইরাসটি তার জাল বিস্তার করে চলেছে।

সূত্র : ওয়াল্ডোমিটার ও বিজনেস ইনসাইডার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877