শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

ফিরে এসে যা বললেন সোহেল তাজের ভাগ্নে সৌরভ

ফিরে এসে যা বললেন সোহেল তাজের ভাগ্নে সৌরভ

চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর মায়ের কোলে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীর বাসায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এ সময় স্বস্তি প্রকাশ করেন সৌরভের পরিবারের সদস্যরা।

বাসায় ফিরে সৌরভ বলেন, ‘আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, যারা যারা আমার জন্য দোয়া করেছেন, যারা আমার জন্য কষ্ট করেছেন, সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। আমার মামা, আমার পরিবার আর আইনশৃঙ্খলা বাহিনী যারা কষ্ট করেছে আমার জন্য, সবাইকে থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এ সময় সোহেজ তাজ বলেন, ‘আমাদের একমাত্র এবং প্রথম যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে সৌরভকে জীবিত, অক্ষত অবস্থায় ফিরে পাওয়া। তার পাশাপাশি বলতে চাই, এ রকম ঘটনার কারণে তো নিজের অভিজ্ঞতা হলো, আমি তো দেখলাম একটা পরিবারের ওপর দিয়ে কি ঝড় বয়ে যায়। এ রকম ঘটনা যাতে বাংলাদেশে আর কারও না হয়।’

এর আগে সৌরভকে ফিরে পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তার মা। একই সঙ্গে ছেলেকে ফিরে পাওয়ায় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। সৌরভের মা বলেন, ‘আর যেন কোনো মাকে সন্তানের জন্য এমন অপেক্ষা না করতে হয়।’

সে সময় সোহেল তাজ বলেন, ‘সৌরভের ওপর দিয়ে যে ধকল গেছে তা সামলে নিতে সময় লাগবে। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে সৌরভের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

গত শুক্রবার রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সৌরভকে অপহরণের অভিযোগ করেন তার মামা সোহেল তাজ। অপহরণের ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে আজ তাকে উদ্ধার করে ডিবি পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877