বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

করোনাভাইরাস আক্রান্ত নারীর অবস্থান: চট্টগ্রামে ২ বাড়ি লকডাউন

করোনাভাইরাস আক্রান্ত নারীর অবস্থান: চট্টগ্রামে ২ বাড়ি লকডাউন

করোনাভাইরাস আক্রান্ত এক নারীর অবস্থানের কারণে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকা ও বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার দুটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন শেথ ফজলে রাব্বি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন এক নারী কিছুদিন আগে চট্টগ্রাম শহরে এসে তার দুই ছেলের বাড়িতে অবস্থান করেছেন এমন খবরের ভিক্তিতে বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।

জানা যায়, গত ১৩ মার্চ কক্সবাজারের চকরিয়ার ৭৫ বছর বয়সী এক নারী ওমরাহ থেকে দেশে ফেরেন। এরপর তিনি চট্টগ্রাম শহরের চান্দগাঁও আবাসিকে ছেলের বাসায় উঠেন। পরে কালামিয়া বাজার এলাকায় অবস্থিত অপর ছেলের বাসায়ও যাতায়াত করেন তিনি। সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877