রাজধানীর পরিবাগের শেলটেক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পরিবাগের শেলটেক টাওয়ারে ১৫ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
রাসেল মিয়া জানান, দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।