তুরস্কের বদরাম শহরের সাগর তীরে ডেস্টিনেশন ম্যারেজ সারলেন টলিউডের অভিনেত্রী নুসরাত জাহান। পরিবার ও কিছু নিকটাত্মীয়ের উপস্থিতিতে গতকাল বুধবার স্বনামধন্য শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। শোনা যাচ্ছে, বরের ডিজাইন করা পোশাক পরেই বিয়ের আসরে উপস্থিত হন এই অভিনেত্রী।
লোকসভার বসিরহাট জেলা থেকে নব নির্বাচিত এমপি নুসরাত পড়েছিলেন সিঁদুর লালরঙা লেহেঙ্গা। অন্যদিকে নিখিলের বিয়ের পোশাক ডিজাইন করেছেন রোহিত বেল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য সুদূর তুরস্কের বোদরুম শহরে উড়ে যান নুসরাত-নিখিল। তুরস্কের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ বিয়ে হয় এই সেলিব্রিটি দম্পতির। গানের তালে নাচতেও দেখা যায় অভিনেত্রীকে। নাচের তালে পা মিলিয়েছিলেন অপর পার্লামেন্ট সংদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও।
এদিকে বিয়ের কারণে বসিরহাট জেলা থেকে নব নির্বাচিত এমপি নুসরাত মন্ত্রিসভায় শপথ নিতে পারেননি বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
হাই প্রোফাইল এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ১০০ জন অতিথি। এদিন বিয়ের মেন্যুতে ছিল ভারতীয় ও টার্কিশ খাবার।
জানা যাচ্ছে, আগামী ৪ জুলাই কলকাতায় ফিরে আইনি অনুযায়ী বিয়ে সারবেন এই নবদম্পতি।
বিয়ের পর প্রথম ছবি নিজের টুইটারে পোস্ট করেন নুসরাত, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আসলে টলিউডের এটাই যে প্রথম ডেস্টিনেশন ওয়েডিং।