স্বদেশ ডেস্ক: চীনে তাণ্ডব চালিয়ে ইতালিতে ব্যাপক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এছাড়া স্পেন, জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে মরণঘাতি এ ভাইরাসটি। এবার যুক্তরাষ্ট্রেও ভয়াবহ আকারে ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেলো।
রবিবার ২২ মার্চ) পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের দেয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছেন ৯৮ জনের আর আক্রান্ত হয়েছেন ১৪,৫৫০ জন। সব মিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৬৫ জন। মারা গেছেন ৩৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় শুধু নিউইয়র্কেই ১২ হাজার জন আক্রান্ত হয়েছেন।
আজ রোববার নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও একে গত কয়েক দশকে সবচেয়ে বড় জাতীয় সংকট বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে যদি আমরা প্রচুর পরিমাণে ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসযন্ত্র না পাই তাহলে এমন মানুষকেও মরতে হবে যাদের মরার কথা ছিলো না।