বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

একাদশে রুবেল-সাব্বির, ফিল্ডিংয়ে বাংলাদেশ

একাদশে রুবেল-সাব্বির, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা। এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

সাইফ উদ্দিন খেলতে পারবেন না গতকাল থেকেই মোটামুটি নিশ্চিত ছিল। ব্যাক পেইনের কারণে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে পাওয়া কাঁধে আঘাত ছিটকে দিয়েছে মোসাদ্দেককেও। এ দুজনের পরিবর্তে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।

বিশ্বকাপে এর আগে দুবার (১৯৯৯ ও ২০০৭) বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে। গত বিশ্বকাপের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আগের দুই সাক্ষাতেই পরাজয়ের তেঁতো স্বাদ পেলেও এবার নতুন গল্প লিখতে চান মাশরাফীরা।

এদিকে অস্ট্রেলিয়া নেমেছে একাদশে তিন পরিবর্ত নিয়ে। মার্কুস স্টোয়নিস ইনজুরি থেকে ফিরেছেন। নাথান কোল্টার নাইল ও অ্যাডাম জম্পা একাদশে এসেছেন। বাদ পড়েছেন শন মার্শ, জ্যাসন বেহরেনডর্ফ ও রিচার্ডসন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি হার ও দুটি জয়ে পয়েন্ট পাঁচ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে। পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট আট, পয়েন্ট টেবিলে অবস্থান দুই নম্বরে।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ :

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877