স্বদেশ রিপোর্ট : ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু ’গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার’ চুড়ান্ত হয়েছে। গত ১৮ মার্চ বুধবার ‘গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার’ কর্তৃপক্ষের সাথে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেন সম্মেলনের হোস্ট কমিটির কনভেনর জিআই রাসেল। উল্লেখ্য, এই সেন্টার সেভেন ষ্টার হোটেল এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার হিসেবে বিশেষভাবে পরিচিত-যা মেরিল্যান্ডের নয়নাভিরাম পটোম্যাক নদীর পাড়ে ন্যাশনাল হারবরে অবস্থিত। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে ২০২১ এর ফোবানা কনভেনশনের হোস্ট নির্বাচিত হয় ওয়াশিংটনের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’। এরপর এলাকার সর্বস্তরের প্রতিনিধিত্বকারিদের সভায় হোস্ট কমিটির কনভেনর জিআই রাসেল এবং সদস্য সচিব হয়েছেন শিব্বীর আহমেদ। চুক্তি স্বাক্ষরের সময় হোস্ট কমিটির কোষাধ্যক্ষ বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলামও সেখানে ছিলেন।