শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

কুমিরের সাথে লড়াই করে প্রাণে বাঁচলো কিশোর

কুমিরের সাথে লড়াই করে প্রাণে বাঁচলো কিশোর

বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘীর ঘাটে গোসল করতে নেমে কুমিরের অতর্কিত আক্রমণে রাকিব (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে বাগেরেহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আহত শেখ রাকিব বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের জাকিরের ছেলে। সে কে আলী দরগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিব জানায়, ‘সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে খানজাহান আলী দিঘীর ঘাটে সিঁড়িতে গোসল করছিলাম। হাত-পা ও শরীরে পানি দিচ্ছিলাম। হঠাৎ একটি কুমির এসে আমার ডান পা কামড়ে ধরে পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি জীবন বাঁচাতে কুমিরের চোখ, নাখসহ মাথায় এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করি। একপর্যায়ে কুমিরটি আমার পা ছেড়ে দেয়। আমি দৌঁড়ে ওপরে উঠে আসি।’

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহান আতিক বলেন, কুমিরের আক্রমণে আহত এক কিশোর হাসপাতালে আসে। কুমিরের কামড়ে তার পায়ের কিছু অংশ ক্ষত হয়ে গেছে। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। রাকিব এখন শঙ্কামুক্ত আছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877