স্বদেশ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্ত দুই জনের একজন ইতালি থেকে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। এনিয়ে দেশে মোট কারোনা আক্রান্তের সংখ্যা ১০ জনে পৌঁছালো।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানায়।
আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাড়ির বাইরে বের হলে সবার কাছ থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।
এসময় তিনি জানান, আইসোলেশনে ১৬ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন রয়েছেন।