শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

এবার কলকাতায় গোমূত্র পান করালেন বিজেপি নেতা

এবার কলকাতায় গোমূত্র পান করালেন বিজেপি নেতা

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোমূত্রেই ভরসা রাখছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অনেক নেতা ও হিন্দু মহাসভা। দিল্লিতে হিন্দু মহাসভার প্রধান স্বামী চক্রপাণির আয়োজনে গোমূত্র পানের অনুষ্ঠান করা হয়। এবার বিজেপির আয়োজনে কলকাতাতেও হলো গোমূত্র পান করার অনুষ্ঠান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল সোমবার কলকাতার জোড়াসাঁকো এলাকার বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় অনেককেই গোমূত্র পান করিয়েছেন। নিজেই অনেকের মুখে গোমূত্র ঢেলে দিয়েছেন এই বিজেপি নেতা। তার আগে ধুপ-ফুল-ফল-মিষ্টান্নে গরুর পূজা করা হয়। গরু ও বাছুরকে এ সময় রুটি খাওয়ানো হয়।

গরুর এ পূজা প্রসাদ হিসেবে লাড্ডুও ছিল। তবে চাইলেই পাওয়া যায়নি সে লাড্ডু, গোমূত্র পান করলেই মিলেছে এ মিষ্টান্ন।

বিজেপি নেতার গোমূত্র পান করানো নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।

কলকাতার ডেপুটি মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা অতীন ঘোষ বলেন, ‘যাদের চিড়িয়াখানায় থাকার কথা, তারা বাইরে থাকলে এই রকমই হয়।’

কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিজ্ঞানের উল্টো পথে হেঁটে করোনা সংক্রমণ রোখার নামে যেভাবে গোমূত্র পান করানো হচ্ছে, তার ফল ভয়ঙ্কর হতে পারে। গ্রামাঞ্চলের মানুষ যদি দলে দলে গোমূত্র পান করে নতুন কোনো সংক্রমণের শিকার হন, তা হলে কে দায়ী থাকবে?’

পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অবশ্য এ ঘটনার দায় এড়িয়ে বলেন, ‘ওই কর্মসূচির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপির রাজ্য নেতৃত্ব কাউকে এই রকম কোনো কর্মসূচি আয়োজন করতে বলেননি। কেন্দ্রীয় নেতৃত্বও বলেননি যে, করোনা রুখতে গোমূত্র পান করান। যিনি এ সব করেছেন, তিনি নিজের দায়িত্বে করেছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877