সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

লন্ডনে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

লন্ডনে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০) মারা গেছেন। গতকাল সোমবার সকালে লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। পরে অসুস্থ অবস্থায় লন্ডনের ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার বরমান এলাকায়।

এদিকে, সোমবার পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৩৭ জন। এর মধ্যে তিনজন বাংলাদেশি।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি, যিনি ৫/৬ বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

দ্বিতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনাভাইরাসের সঙ্গে হাসপাতালে আটদিন যুদ্ধ করার পর গত শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877