শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

নিষেধাজ্ঞার মধ্যেই ইতালি-জার্মানি থেকে এলো ৯৬ জন

নিষেধাজ্ঞার মধ্যেই ইতালি-জার্মানি থেকে এলো ৯৬ জন

স্বদেশ ডেস্ক:

নিষেধাজ্ঞা অমান্য করে ইতালি ও জার্মানি থেকে ৯৬জন বাংলাদেশী ঢাকায় পৌঁছেন। কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৪ নম্বরের ফ্লাইটে সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। যাত্রীদের মধ্যে ৬৮ জন ইতালি থেকে এবং ১৮ জন আসছেন জার্মানি থেকে।

এর আগে রোববার সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকেও বলা হয়েছিল যে, কোনো বিমান সংস্থা ইউরোপ থেকে যাত্রী বহন করতে পারবে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আসার ব্যাপারে অনুমতি দিয়েছে। শেষবারের মতো এই অনুমতি দেয়া হয়েছে। তবে ইউরোপ থেকে যাত্রী বাংলাদেশে আনায় সিভিল অ্যাভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বেবিচক কাতার সিভিল অ্যাভিয়েশনের কাছে অসন্তোষপত্র পাঠাবে।

এদিকে এই ৯৬ যাত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, হজ ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। করোনাভাইরাসের লক্ষণ না থাকলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877