রবিবার, ০৫ মে ২০২৪, ১১:০০ অপরাহ্ন

এবার বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

এবার বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এ ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারবাহিকতায় এবার দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এমনটাই জানালেন সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।

মিয়া আলাউদ্দিন বলেন, ‘সবাই সচেতন হচ্ছে। করোনা থেকে বাঁচতে সরকার ইতিমধ্যেই নানা রকমের সচেতনতামূলক পদক্ষেপ হাতে নিয়েছে। দেশের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। আজ বিকেল ৫টায় আমাদের এক জরুরি সভা আছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। তা ছাড়া এই মুহূর্তে এমনিতেই সিনেমা হলে দর্শক কম। সভায় সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঘনিষ্ট এক সূত্র থেকে জানা গেছে, দেশের সব সিনেমা হল বন্ধ রাখার পক্ষে একমত হয়েছেন সমিতির নেতারা। আগামী বুধবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। তবে হল বন্ধের এই সময়সীমা দেশের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে কমানো বা বাড়ানো হবে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর পালা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877