মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

স্বদেশ ডেস্ক:

প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, সারা বিশ্বে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোভিড-১৯ রোগে ৫ হাজার ৮২ জন মারা গেছেন।

এ ছাড়া এ রোগে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৩৮ হাজার ২৭১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭০ হাজার ৭১৯ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬২ হাজার ৪৭০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৩২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটিই ভারতে করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে প্রথম মৃত্যু বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শুক্রবার সংস্থাটি জানায়, তাদের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন এবং আরেকজন হাসপাতালে রয়েছেন। কারণ তার পরিবারের কয়েকজন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণ রোধে বাসার মধ্যে পৃথক রাখার ব্যবস্থা) রাখা হয়েছে। সূত্র: ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877