মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্পেনে করোনাভাইরাসে ৮ বাংলাদেশি আক্রান্ত

স্পেনে করোনাভাইরাসে ৮ বাংলাদেশি আক্রান্ত

স্বদেশ ডেস্ক:

স্পেনের রাজধানী মাদ্রিদে করোনাভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঢাকায় বাড়ি এ ‍দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী।

আটজনের মধ্যে তিনজন সিলেটের, দুইজন ঢাকার এবং একজন যশোরের বলে জানা গেছে। অপরজনের ঠিকানা জানা যায়নি। আটজনই বর্তমানে হাসপাতালে আছেন। ঢাকার দুইজনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো: ফজলে এলাহী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিলেটের তিনজনের একজনের বয়স ৪৫, আরেকজনের ৪৩ এবং ওপরজনের বয়স ৩৫, তিনি একজন নারী। তারা দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন।

তবে করোনায় আক্রান্ত ঢাকার দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত স্বামীর বয়স ৩৭, স্ত্রীর ২৬। তাদের দুইমাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা দেশটির রাজধানী মাদ্রিদের অদূরে কারাবানচলে থাকেন।

করোনায় আক্রান্ত অপর দুইজনই যুবক। একজনের বয়স ২৫, অপরজনের বয়স ২৬ বছর। তারা দুইজনই রাজধানী মাদ্রিদে দীর্ঘদিন থেকে বসবাসরত।

দেশটির রাজধানী মাদ্রিদসহ এরই মধ্যে কারোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে। এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুম্মার নামাজও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

যানবাহনে এবং চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877