মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার করছে ব্রিটেনও

আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার করছে ব্রিটেনও

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালানোর প্রায় দুই দশক পর ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত দেশটি থেকে পুরোপুরি সরে যাওয়ার পরিকল্পনা করেছে। সম্প্রতি তালেবানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিতে যাচ্ছে ওয়াশিংটনের ধ্বজাধারী লন্ডন।

টাইমস পত্রিকা জানিয়েছে, তালেবান-মার্কিন চুক্তি অনুযায়ী, আগামী জুলাই মাসের মাঝামাঝি কয়েকশ’ ব্রিটিশ সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার  নেয়া হবে। প্রথম পর্যায়ে আগামী গ্রীষ্মের শেষ নাগাদ মোট ৩৩০ ব্রিটিশ সেনা আফগানিস্তান ত্যাগ করবে।

বর্তমানে আফগানিস্তানে ১,১০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে এবং এদের বেশিরভাগ রাজধানী কাবুল ও এর আশপাশে অবস্থান করছে।

দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশ সরকার বাকি সেনা সরিয়ে নেবে কিনা তা নির্ভর করছে তালেবান-মার্কিন শান্তি চুক্তি কতখানি বাস্তবায়ন হচ্ছে তার ওপর।

২০০১ সালের শেষ নাগাদ ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে দেশটি দখল করে নেয়। তখন থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে ৪৫৬ ব্রিটিশ সেনা নিহত ও দেশটির দুই হাজারের বেশি সেনা আহত হয়। সূত্র : পার্সটুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877