হাকিকুল ইসলাম খোকন: গত রবিরার ৮ই মার্চ বিকাল ৬:০০টায় নিউইয়কের জ্যাকসন হাইটসের মামুন টিউটরিয়ালে এক আলোচনা সভা অনুষটিত হয় ।সভায় সভাপতিত করেন শরীফ কামরুল আলম হিরা এবং পরিচালনা করেন এ্যডভোক্চ শাহ মো: বখতিয়ার আলী । এতে প্রধান অতিথি হিসেবে উপসতিথ ছিলেন গাইবান্দ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সৈয়দ সামসুল আলম হিরু। ।বক্তারা ৭ই মাচে’র ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করেন
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বকতব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,মোহম্মদ আলী সিদ্দকীসহ,ফারুক হোসেন, ড: সুলতান,হাসান।, জালাল উদ্দিন দলিল।অন্যানযদের মাঝে বকতব্য রাখেন হাসান দিলানি,মনজুর চেীধুরী,আক্তার হোসেন,খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, নুরননবী সবুজ, আমিনুল ইসলাম, আ: হাদী,জামাল মিয়া, ইবজাল চৌধুরী, এবং মনজুর চৌধুরীসহ আরও অনেকে । সভার প্রারম্ভে ৭৫ সালের ১৫ আগষ্ট
সপরিবারে নিহত বংগ বন্ধু ,জাতীয় চার জাতীয় নেতা,৫২ ভাষা আন্দোলন ,৭১ মুক্তি যুদ্ধ সহ সকল গনতন্ত্রাতিক আন্দোলনে নিহতদের সরনে সভায় এক মিনিটকাল নিরবতা পালন করা হয় ।