স্বদেশ ডেস্ক:
ব্রিটেনে করোনাভাইরাসের পরিণতি ইতালির মতোই হতে যাচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। লন্ডন জেনেটিক্স ইন্সটিটিউটের প্রধান ফ্রাঙ্কোইস ব্যালোওক্স এ ব্যাপারে বলেছেন,
যুক্তরাজ্যে করোনাভাইরাসের পরিণতি ইতালির সঙ্গে মোটামুটি তুলনাযোগ্য। তবে ইতালিতে মহামারিটি যুক্তরাজ্যের পরিস্থিতি থেকে দুই থেকে তিন সপ্তাহ আগে এগিয়ে রয়েছে।
তিনি আরো বলেন, ইতালির উত্তর দিকের মতো যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে একই পরিণতি ঘটতে পারে। ফ্রাঙ্কোইস ব্যালোওক্স গতকাল সোমবার এসব কথা বলেন। ইতালিতে করোনাভাইরাসে হতাহতের ঘটনা বিবেচনা করেই এ ধরনের শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরো বলেন, করোনার ফলে ব্যক্তি থেকে সম্প্রদায় এবং পুরো দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এরই মধ্যে ব্রিটেনে তিন শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্তত পাঁচজন ব্যক্তি মারা যাওয়ার ঘটনাতেই এ ধরনের শঙ্কা প্রকাশ করলেন তিনি।