শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

টানা ৪০দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৫১ জন

টানা ৪০দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৫১ জন

স্বদেশ ডেস্ক:

নওগাঁর রাণীনগরে নিয়মিত নামাজ আদায়ের উৎসাহ দিতে চমৎকার দৃষ্টান্ত তৈরি করেছেন উজ্জল হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশী। একটানা ৪০ দিন জামাতের নামাজ পড়া ৫১জন শিশুর মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন তিনি। সোমবার বিকেলে উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের প্রবাসী উজ্জল হোসেনের উদ্যোগে ও অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।

উজ্জল হোসেনের বাবা লুৎফর রহমান জানান, পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত অংশ নিতে আগ্রহ সৃষ্টি করতেই ব্যতিক্রম এই উদ্যোগ নিয়েছে আমার ছেলে।

সোমবার বিকেলে গুয়াতা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের মাধ্যমে ওই শিশুদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। গুয়াতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকুজ্জামানের উপস্থাপনায় ও উজ্জলের বাবা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটনিতা জামে মসজিদের ইমাম হাফেজ হারুনুর রশিদ, গুয়াতা সরদারপাড়া জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877