সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

নারী দিবসে সেরা মায়ের পুরস্কার পেল পুরুষ!

নারী দিবসে সেরা মায়ের পুরস্কার পেল পুরুষ!

স্বদেশ ডেস্ক:

নারী দিবসে সেরা মায়ের পুরস্কার পেলেন আদিত্য তিওয়ারি নামে এক পুরুষ। ভারতের বেঙ্গালুরুতে একটি সংস্থার পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেয়া হয়।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, অবিনাশ নামের এক শিশুকে দত্তক নেন আদিত্য। অবিনাশ ডাউন সিনড্রোম আক্রান্ত। তবে দত্তক নেয়াটা তার জন্য সহজ ছিল না।

প্রায় দেড় বছর লড়াইয়ের পর ২০১৬ সালের ১ জানুয়ারি অবিনাশের আইনি অভিভাবকত্ব হন আদিত্য তিওয়ারি।

গত চার বছর ধরে একাই অবিনাশকে মানুষ করছেন পুনের বাসিন্দা আদিত্য। একাই মা ও বাবার দায়িত্ব পালন করছেন।

আদিত্য বলেন, তিনি সিঙ্গেল ফাদার হিসেবে অবিনাশকে মানুষ করতে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাকে সহজে সেই সুযোগ দেয়া হয়নি। আসলে কোনো এক মা সন্তানকে বড় করছেন সেটি যতটা সহজে মানুষ গ্রহণ করে, একজন পুরুষ একা সেই কাজটি করবেন, এটি সহজে কেউ বিশ্বাস করতে চান না।

তিনি বলেন, অবিনাশকে পাওয়ার পর তাদের জীবনটাই বদলে গেছে। অবিনাশও তাকে মেনে নিয়েছে, শিখিয়েছে কীভাবে অভিভাবক হয়ে উঠতে হয়।

আদিত্য আগে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। অবিনাশকে দত্তক নেয়ার পর তিনি সেই কাজ ছেড়ে দিয়ে নিজের একটি অফিস খুলেছেন। যেখানে তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের বাবা-মায়েদের পরামর্শ দেয়ার কাজ করেন।

আদিত্যকে বেঙ্গালুরুতে ‘বিশ্বের সেরা মা’-র পুরস্কার দিয়েছে ‘ওয়েমপাওয়ার’ নামে একটি সংস্থা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877