বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আছিয়াকে ধর্ষণ ও হত্যা : হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ‘নির্দেশ একটাই রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’ সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি স্ত্রী-মেয়েসহ আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি শিশুদের হাতে হাতে নিম্নমানের বই ‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

ফের মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মমতা!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০১৯

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো নরেন্দ্র মোদি সর্বদলীয় নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন। বৈঠকে মোদির ‘এক জাতি, এক নির্বাচন’ ধারণা নিয়ে আলোচনা হবে। তবে প্রধানমন্ত্রীর এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে এ নিয়ে একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে মমতা জানিয়েছেন, ‘নির্বাচনী সংস্কারের মতো বিষয়ে এত কম সময়ে আলোচনা করলে তাতে বিষয়ের গুরুত্বের প্রতি অবিচার করা হবে। এই নিয়ে সব রাজনৈতিক দলকে শ্বেতপত্র দেওয়া ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। তারপরই এই বিষয়ে দলের পক্ষ থেকে কোনো মতামত দেওয়া সম্ভব। পিছিয়ে পড়া জেলাগুলোর বিষয়ে নীতি আয়োগের বৈঠকের আগেই নিজেদের অবস্থান জানিয়েছে পশ্চিমবঙ্গ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী নিয়ে সব ধরনের অনুষ্ঠানে আমরা রাজি।’

প্রসঙ্গত, এক দেশ, এক নির্বাচন- এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতার মতো এক দেশ এক ভোট ইস্যুতে একমত নয় বেশিরভাগ বিরোধী দলও। তবে, তারা সর্বদল বৈঠকে যোগ দিচ্ছেন। তৃণমূল নেত্রীর পাশাপাশি সর্বদল বৈঠকে যাচ্ছে না তেলেগু দেশম পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) এবং দ্রাভিদা মুনেত্রা কাজাগাম (ডিএমকে)। জোট অস্বস্তি বাড়িয়ে বৈঠকে গরহাজির থাকছে শিবসেনাও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ