স্বদেশ ডেস্ক: নিউইয়র্কে হজ্ব এনওয়াইসি’র আয়োজনে হজ্ব ও উমরাহ সেমিনার এবং হাজী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসের সেইফ মেডিকেল সেন্টারে আয়োজিত সেমিনারে পবিত্র হজ্ব ও উমরাহ’র ফজিলত, বিধিবিধান ও পরিপালন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। হজ্ব এনওয়াইসি’র প্রেসিডেন্ট এবং বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়ার পরিচালনায় সেমিনারে মূল বক্তব্যে সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুন নুর বলেন, সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। বায়তুল্লাহ অভিমুখে হজ্ব যাত্রা মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের পবিত্র সফর। নিবিষ্ট মনে আর্থিক ইবাদত হজ্ব পালন করতে হয়। সেমিনারে হজ্ব সম্পাদনের সময় নানা পরামর্শ দিয়ে তিনি উল্লেখ করেন, হজ্বের নিয়ত করার পর অবশ্য কর্তব্য হলো এই ইবাদতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা।
এছাড়া তিনি হজ্ব এনওয়াইসি’র ১ হাজার ৮ শ ৫০ ডলারের উমরাহ প্যাকেজের নিয়মিত মাসিক ট্যুরের আকর্ষণীয় সুযোগ সুবিধার কথাও এ সময় উল্লেখ করেন। তিনি জানান, আগামী ৯ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে স্কুল বন্ধ থাকাকালীন হজ্ব এনওয়াইসির উমরাহ প্যাকেজের একটি বিশেষ ট্যুর রয়েছে। মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া পবিত্র উমরাহ ও হজ্ব পালন বিষয়ে বিস্তারিত জানার জন্য তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ৩৪৭-২০৮-৯০৫৫।