স্বদেশ ডেস্ক: গত ২৯ ফেব্রুয়ারী ২০২০ রোজ শনিবার সন্ধ্যা ৭ টার সময় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ এ পালকি চাইনিজ রেষ্টুরেন্টে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে আগামী ২ মে পালকি পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল এবং আগামী ১৯ জুলাই লং আইলান্ডের বেথপেজ ষ্টেট পার্কে বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সুন্দর ভাবে পালনের লক্ষ্যে কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সভাপতি জনাব মো: রবিউল ইসলাম । সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক জনাব মো: বিদ্যুৎ হোসেন। উক্ত কার্যকরী কমিটির সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সাবেক সভাপতি মো: আব্দুল হামিদ ,সাবেক সভাপতি জনাব হাজী মো: সুজাউদ্দিন সেলিম , সাবেক সাধারন সম্পাদক জনাব মো: আনিসুজ্জামান সবুজ , সাবেক সাধারন সম্পাদক মো: আব্দুল জব্বার , সহ সভাপতি মো: রুহুল আমিন রিপন , মো: হামিদুল ইসলাম , মো: আমিনুল ইসলাম , মো: মমতাজ উদ্দিন , মো: বশির আহমেদ , উপদেষ্টা মন্ডলির সদস্য মো: রেজাউল হক সমেজ , মো: জালাল উদ্দিন , যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন মো: বশির উদ্দিন , মো: আশরাফুল ইসলাম , মো: জাহিদুজ্জামান জুয়েল , সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ , সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর বাজ্জাক , দপ্তর সম্পাদক মো: রন্জু আহমেদ,অর্থ সম্পাদক মো: বশির উদ্দিন,প্রচার সম্পাদক মো: তিতুমির হোসেন , সহ প্রচার সম্পাদক মো: ইবনে মোসায়েদ জর্জ , মহিলা সম্পাদিকা বনি ফেরদৌস , সহ মহিলা সম্পাদিকা সোনিয়া হক , অন্যতম সদস্য মো: মশিউর রহমান মাসুদ , মো: আব্দুল মালেক ও মো: নিজামুল করিম মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ । উক্ত কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সবার সম্মতি ক্রমে মো: হামিদুল ইসলামকে আহবায়ক ও মো: রুহুল আমিন রিপনকে সদস্য সচীব করে ২১ সদস্য বিশিষ্ট ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটি এবং মো: আহসান হাবীব লিটনকে আহবায়ক ও মো: মমতাজ উদ্দিনকে সদস্য সচীব করে ২১ সদস্য বিশিষ্ট বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয় ।