শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত উইন্টার ফেষ্টিভাল ও পিঠা উৎসব ১লা মার্চ

নিউইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত উইন্টার ফেষ্টিভাল ও পিঠা উৎসব ১লা মার্চ

স্বদেশ ডেস্ক: শো টাইম মিউজিক আয়োজিত উইন্টার ফেষ্টিভাল ও ফাগুনের পিঠা উৎসব অনুষ্ঠিত হবে ১লা মার্চ রবিবার কুইন্স প্যালেস অডিটোরিয়ামে, পাওয়ার্ড বাই টেকনোসপ্ট।
প্রায় ৫০ থেকে ৬০ রকমের পিঠার পসরা সাজিয়ে ১লা মার্চ রবিবার কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অনুষ্টিত হবে এবারের উইন্টার ফেস্টিভাল ও ফাগুনের পিঠা উৎসব। বিকাল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলবে এ উৎসব। একই সঙ্গে থাকছে জমজমাট ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ এবং প্রবাসের একঝাক তারকা কন্ঠশিল্পী এতে সঙ্গীত পরিবেশন করবেন। প্রবেশ ফি ছাড়াই এতে পরিবার পরিজনসহ অংশ নিয়ে রকমারি পিঠার স্বাদ নেয়ার আহŸান জানিয়েছেন শো টাইমের কর্ণধার আলমগীর খান আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন নিউইয়র্ক সিটি কাউন্সিলর কোষ্টা, নিউইয়র্ক সিটি এসেম্বিলিওম্যান ক্যাটলিনা ক্রোজ, এনওয়াই ইন্সুরেন্স এর কর্ণধার শাহ নেওয়াজ, বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সরওয়ার হাসান এমডি, নুহাশ রিয়েলটির প্রেসিডেন্ট নূরুল আমিন ও ইমিগ্রেন্ট হোম কেয়ার ইন্ক এর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ ও প্রবাসের সব জনপ্রিয শিল্পীরা॥

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877