বুধবার, ২১ মে ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দেশটির ওয়াশিংটন রাজ্যে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে বলেন,‘করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এটি প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের উহান শহরে চিকিৎসাধীন অবস্থায় এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ