বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

প্রযুক্তিতে সম্মাননা পেলেন ৫২ দক্ষ কারিগর

প্রযুক্তিতে সম্মাননা পেলেন ৫২ দক্ষ কারিগর

স্বদেশ ডেস্ক ‍॥ প্রযুক্তিতে দক্ষ কারিগর হিসেবে ৫২ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো এ সম্মাননা দিয়েছে ক্রিয়েটিভ আইটি। ১৫ জুন ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
একই অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন করা ৭০০ কারিগরি শিক্ষার্থী পেয়েছেন দক্ষতার সনদ, ৫০০ শিক্ষার্থী পেয়েছেন জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার সুযোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর ও প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য এসএম আল ইমরান, বাংলাদেশ আওয়ামী লীগের আইটি অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার মো. কৌশিক নাহিয়ান, ক্রিয়েটিভ আইটির এক্সিকিউটিভ ডিরেক্টর পারভীন আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রযুক্তিতে দক্ষ কারিগরদের অনুপ্রেরণা দেন বুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ড. মো. কায়কোবাদ, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, বেসিসের পরিচালক দিদারুল আলম সানি, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, বোল্ডের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877