বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

বাবা দিবসে হাঁস পরিবার ডুডলে

বাবা দিবসে হাঁস পরিবার ডুডলে

স্বদেশ ডেস্ক ‍॥ বিশ্ব বাবা দিবস ছিল ১৬ জুন। এ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করে গুগল। মা দিবসের মতো এবার বাবা দিবসেও হাঁস ও হাঁসের ছানাকে নিয়ে ডুডল তৈরি করে গুগল। ডুডলটি সাজানো হয়েছে একটি বাবা হাঁস ও তার ছয় ছানাকে ঘিরে। এ ছয় ছানাকে নিয়ে ছবির একটি গল্পও তৈরি করা হয়েছে। গুগল শব্দটির ভেতরে থাকা প্লে বাটনে ক্লিক করার পর আসে আরও দুটি প্লে বাটন। এসব প্লে বাটনে ক্লিক করে দেখা যাবে পরের ছবিগুলো। প্রথম প্লে বাটনে ক্লিক করলে হাঁসের ছানাগুলোকে তাদের বাবার গায়ে, মাথায় ও আশপাশে ঘুরঘুর করতে দেখা যায়। পরের প্লে বাটনে ক্লিক করে দেখা যায় বাচ্চাগুলো বারবার পানিতে ডুব দিয়ে বাবার সঙ্গে লুকোচুরি খেলছে। শেষের বাটনটি প্লে করলে দেখা যায়, বাবা হাঁসটিকে বাচ্চাগুলোর সঙ্গে পানি দিয়ে খেলতে। প্লে বাটনগুলোর ডানে দেওয়া ছিল একটি ম্যাগনিফাইং গ্লাসের আইকন। এ আইকনে ক্লিক করে জানা গেছে, বাবা দিবসের ইতিহাসসহ নানা তথ্য। এছাড়া ২০২৪ সাল পর্যন্ত জুন মাসের কোন কোন তারিখে বাবা দিবস পালন করা হবে তারও একটি তালিকা দেওয়া হয়েছে। বাবা দিবস সম্পর্কে উইকিপিডিয়ায় লেখা আর্টিকেলের লিঙ্কও ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877