বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

জয় বাংলা কনসার্ট মাতাবেন যারা

জয় বাংলা কনসার্ট মাতাবেন যারা

বিনোদন ডেস্ক;

প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। তবে মুজিব বর্ষ উপলক্ষ্যে এবার থাকছে জমকালো আয়োজন। আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হবে এই মেগা কনসার্ট। এটি আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

‘জয় বাংলা কনসার্ট’র পুরো আয়োজন জুড়ে এবার থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। গানগুলো পরিবেশন করবে ৯টি ব্যান্ড। এগুলো হলো- ভাইকিংস, লালন, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস, এফ মাইনর, শূন্য এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। একই মঞ্চে একক শিল্পী গাইবেন মিনার ও অ্যাভয়েড রাফা। এ ছাড়াও কনসার্টে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।

আয়োজদের সূত্রে জানা গেছে, অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড ও শিল্পী নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো পরিবেশন করবেন। দর্শক-শ্রোতাদের অংশ নেওয়ার জন্য শিগগিরই শুরু হবে এর নিবন্ধন প্রক্রিয়া। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে যে কেউ অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877