সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

ঢাবির পাঁচ শিক্ষককে অব্যাহতি

ঢাবির পাঁচ শিক্ষককে অব্যাহতি

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালেয়ের পাঁচ শিক্ষককে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় তাদের অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও কাজে যোগদান না করায় ওই পাঁচ শিক্ষককে তাদের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

অব্যহতি পাওয়া পাঁচ শিক্ষক হলেন- পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস।

একই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী দফতরের পিয়ন কাম গার্ড অজিত চন্দ্র ভৌমিককে ধর্ষণের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন অফিসে অনিয়মিত থাকায় পরিবহন দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ কামরুজ্জামানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877