স্বদেশ ডেস্ক:
রাজধানীর মহাখালী এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
তারা হলেন- ফজলুল হকের মেয়ে সৈয়দা কচি (৩৮) এবং ভোলা জেলার রুহুল আমিনের মেয়ে সোনিয়া (২৫)।
বনানী থানার ডিউটি অফিসার ফজল ইসলাম জানান, রাত দেড়টার দিকে সেতু ভবনের কাছে অজ্ঞাত একটি গাড়ি ওই দুই নারীকে বহনকারী স্কুটারকে ধাক্কা দিলে তারা মারাত্মক আহত হন।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। ইউএনবি।