বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় নাজরিন আক্তার স্বর্ণা (স্বর্ণা হাসান) নামে এক নারী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে মামলা আমলে না নিয়ে পুলিশকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, কুয়াকাটায় জমি-জমা সংক্রান্ত ব্যাপারে জাপার সাবেক মহাসচিব ও স্বর্ণা হাসানের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় স্বর্ণাকে জেলেও যেতে হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877