মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

দিনাজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দিনাজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

দিনাজপুরের বিরল উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোঃ কিবরিয়া (৩৫) উপজেলার হালজায় গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, রোববার সন্ধ্যায় কিবরিয়া তার বন্ধু দুলালসহ মোটরসাইকেলযোগে বহবলদিঘী থেকে বাড়ি ফিরছিলেন। পথে হাড়িপুকুর এলাকায় মোটরসাইকেল আটকিয়ে কিবরিয়াকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত কিবরিয়াকে উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি শেখ নাসিম হাবিব।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877