স্পোর্টস ডেস্ক:
সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। মুশফিকুর রহিম তখন বাউন্ডারি হাঁকিয়ে ১০০ করেছিলেন। এবার একই স্টাইলে দেড় শতকও করলেন। ১৪৯ রানের পর বাউন্ডারি মেরেই ১৫০ রান করেন। ২৫৪ বলের ইনিংসে ২৪টি বাউন্ডারি হাঁকান তিনি।
বাংলাদেশের সংগ্রহ এখন ৫ উইকেটে ৪৭১ রান। ২০৭ রানের লিড নিয়েছে টাইগাররা।
মুশফিক ব্যাট করছেন ১৫৮ রান নিয়ে আর লিটন দাস ২৪।
বাংলাদেশের সংগ্রহ এখন ৪ উইকেটে ৩৯৪ রান।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ২২২ রানের পার্টনারশিপ গড়েন তারা।
সকালে প্রথম সেঞ্চুরি করেন মুমিনুল হক। অধিনায়ক হিসেবে আজ প্রথম শতক করেছেন তিনি। ১৫৬ বলে ১২টি বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।
মধ্যাহ্ন বিরতির পর সেঞ্চুরি করেন মুশফিকর রহিম। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১৬০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ১৭টি বাউন্ডারি দিয়ে সেঞ্চুরি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
মুশফিক-মুমিনুল জুটি যখন দলকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছিলেন তখন জিম্বাবুয়ের আইসলে নলভু আগাত হানেন। তার শিকার হয়ে ফিরেন মুমিনুল।
এরপর ক্রিজে আসেন মোহাম্মদ মিথুন। কিন্তু মুশফিকের সাথে বেশিদুর যেতে পারেননি। ১৭ রান করে সাজঘরে ফিরেন মিথুন।
গতকাল ২৬৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে।