মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

ইরানে ভূমিকম্পে আহতদের সংখ্যা বৃদ্ধি; সন্ধ্যায় আবারো ভূমিকম্প

ইরানে ভূমিকম্পে আহতদের সংখ্যা বৃদ্ধি; সন্ধ্যায় আবারো ভূমিকম্প

স্বদেশ ডেস্ক:

ইরানের উত্তরাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে গতকাল রোববার দুপুরের ভূমিকম্পে আহতদের সংখ্যা বেড়ে ৮৫ জনে উন্নীত হয়েছে। প্রদেশের ‘খুই’ শহরের নিকটবর্তী ‘কোতুর’ এলাকায় গতকাল দুপুর ৫.৭ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হেনেছিল।

এর আগের খবরে ওই ভূমিকম্পে ইরানে আহতের সংখ্যা ২৫ জন বলা হয়েছিল। এছাড়া, সীমান্তবর্তী এলাকার ওই ভূমিকম্পে তুরস্কে আটজন নিহত হয়েছে বলে আঙ্কারা জানিয়েছিল।

ইরানের জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের পর ওই এলাকায় অন্তত ১৩ বার ভূকম্পন অনুভূত হয়েছে। তিনি বলেন, প্রাথমিক হিসাবে এ ভূমিকম্পে ২৫টি গ্রাম শতকরা ২০ থেকে ৯০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, গতকাল রোববার সন্ধ্যায় পশ্চিম আজারবাইজান প্রদেশে আবার একই মাত্রার (৫.৭) আরেক ভূমিকম্প আঘাত হানে। রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদেশের উত্তরাঞ্চলীয় ‘জারাবাদ’ এলাকায় এ ভূমিকম্প হয়। তবে এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিবরণ এখনো পাওয়া যায়নি। পার্সটুডে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877