স্বদেশ ডেস্ক:
ক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে অরো দুই ব্যক্তি মারা গেছে। রোববার সেখানে ১২৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৫৬ জনে পৌঁছেছে। দক্ষিণাঞ্চলীয় নগরী চিয়োংদো-এর এক হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুর পর মৃতের সংখ্যা চার জনে পৌঁছেছে। এ নগরীতে একশ’ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।
ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিষয়ক কোরিয়ান সেন্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ ৭৫ জন আক্রান্ত রোগী দক্ষিণাঞ্চলীয় নগরী দায়েগুর শিনচিয়োনজি চার্চ অব জেসাস-এর সঙ্গে সংশ্লিষ্ট।
শিনচিয়োনজি চার্চের বিপূল সদস্য বর্তমানে করোনায় আক্রান্ত। দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহত্তম নগরী দায়েগুতে ২৫ লাখ লোকের বসবাস। সূত্র : বাসস।