সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

ট্রাম্প-মোদি বৈঠকে থাকছে এনআরসি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার ভারত সফরে যাচ্ছেন। দুদিনের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি বৈঠক করবেন। এ বৈঠকে ভারতে চলমান বিতর্কিত ইস্যুতে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যু নিয়েও আলোচনা হবে।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত শুক্রবার এ কথা জানিয়েছেন। এনআরসি ও সিএএ আলোচনায় থাকবে কিনা, এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন তা নিয়ে আমরা উদ্বিগ্ন। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত আলোচনায় প্রেসিডেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবেন। মনে রাখবেন- ভারত যাতে করে গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রাখে সেটির দিকে তাকিয়ে আছে বিশ্ব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ