শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেনিস এলবো সমস্যায় করণীয়

টেনিস এলবো সমস্যায় করণীয়

স্বদেশ ডেস্ক:

আর্থ্রাইটিস সমস্যার মধ্যে অন্যতম হলো কনুইয়ে ব্যথা ও টেনিস এলবো। টেনিস এলবো হলো ইনজুরি জাতীয় হাতের সমস্যা। সাধারণত এ রোগ বেশি হয়ে থাকে যারা টেনিস খেলোয়াড়, তাদের। এ কারণেই সমস্যাটি বেশি দেখা দেয় বলে নাম টেনিস এলবো।

এমন সমস্যায় অন্য খেলোয়াড়দেরও হতে পারে। ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন, ভলিবল, তীর নিক্ষেপ ইত্যাদি খেলায়ও ভুল পদ্ধতিতে খেলার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এ সমস্যায় খেলোয়াড়দের দীর্ঘদিন খেলার বাইরে থাকতে হয়।

তা ছাড়া সাংবাদিক, শিক্ষক, ছাত্র, গৃহিণী, মিস্ত্রি, শ্রমিক, যাদের হাতের কাজ বেশি করতে হয়, তাদেরও এ সমস্যা দেখা দিতে পারে। সমস্যার শুরুতে হাতের কনুইয়ের বাইরের দিকে ব্যথা অনুভব হয়। হাতের নড়াচড়া বা কাজকর্মে ব্যথা তীব্রতর হতে পারে। ব্যথা কনুই থেকে শুরু হয়ে হাতের বাইরের পাশ দিয়ে আঙুল পর্যন্ত যেতে পারে।

অনেক ক্ষেত্রে রোগী জোড়ার ভেতর ব্যথা অনুভব করে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হাতের মাংপেশির শক্তি ও হাতের কর্মক্ষমতা কমে আসে। যাদের এ সমস্যা হচ্ছে, তারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ করলে নিয়মিত থেরাপির মাধ্যমে এ সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877